বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: সাদিকুর জোড়া গোল, রোমাঞ্চকর জয়ে একটুর জন্য হাতছাড়া শীর্ষস্থান

Sampurna Chakraborty | ১৩ মার্চ ২০২৪ ২২ : ১৬Sampurna Chakraborty


মোহনবাগান - (সাদিকু-২, টাংরি, কামিন্স)

কেরল ব্লাস্টার্স - (ভিবিন, দিয়ামানটাকোস-২)

আজকাল ওয়েবডেস্ক: রোমাঞ্চকর ম্যাচ। রুদ্ধশ্বাস ডার্বির পর কোচিতে আরও একটি দুর্ধর্ষ জয়। বুধবার কেরল ব্লাস্টার্সকে ৪-৩ গোলে হারাল মোহনবাগান। জোড়া গোল আর্মান্দো সাদিকুর। বাকি দুটো গোল দীপক টাংরি এবং জেসন কামিন্সের। আরও একটি দুরন্ত জয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই রইল আন্তোনিও লোপেজ হাবাসের দল। এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের জন্য একনম্বরে মুম্বই সিটি এফসি। সাপ লুডোর খেলায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য শীর্ষস্থান হাতছাড়া হল মোহনবাগানের। জেসন কামিন্সের চতুর্থ গোলের পর মুম্বইকে ছাপিয়ে একনম্বরে চলে গিয়েছিল সবুজ মেরুন। কিন্তু একেবারে শেষলগ্নে গোল হজম করায় গোল পার্থক্যে আবার একধাপ নেমে গেল কলকাতার প্রধান। যা নিয়ে মোটেই খুশি হবেন না হাবাস। তবে আরও একটি টানটান, রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল কোচি।‌ আজকাল মোহনবাগান-কেরল ব্লাস্টার্স ম্যাচ মানেই গোলের বন্যা। গতবছরও কোচিতে সেটা দেখা গিয়েছিল। এবারও তারই পুনরাবৃত্তি। কেরলের ডেরায় গিয়ে হলুদ ঝড়ের ঝাপটা সামলে ম্যাচের রং বদলে দিল বাগান। সাদিকুর পেনাল্টিটা পেলে বা দিমিত্রির শট ক্রসপিসে না লাগলে ফের একনম্বর স্থান দখল করেই মাঠ ছাড়ত হাবাসের দল। প্রথমার্ধে কিছুটা সতর্কে মোড়া ফুটবল। ফসল এক গোল। পরের ৪৫ মিনিটে এল ৬ গোল। তারমধ্যে দ্বিতীয়ার্ধের প্রথম ২৫ মিনিটে চার। পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচ কতটা উপভোগ্য হয়েছে। দু"দলই অলআউট ফুটবল খেলে। এদিন দুর্দান্ত সাদিকু। ম্যাচের সেরাও তিনি। তবে তিন গোল হজমের জন্য খুশি হবেন না হাবাস।

ডার্বি জয়ের তিন দিনের মাথায় ম্যাচ। তাই কথা মতো রোটেশন পদ্ধতি অবলম্বন করেন হাবাস। দলে তিনটে পরিবর্তন করেন স্প্যানিশ কোচ। অভিষেক সূর্যবংশীর জায়গায় ফেরেন দীপক টাংরি। লিস্টনের পরিবর্তে খেলান আশিস রাইকে। কামিন্সের বদলে প্রথম একাদশে ফেরেন আর্মান্দো সাদিকু। তাঁকে সামনে রেখে ৩-২-৪-১ ফরমেশনে দল সাজান হাবাস। ম্যাচের শুরুতেই সুযোগ পান সাদিকু। কিন্তু তাঁর শট বাঁচান করণজিৎ। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আলবেনিয়ানকে। প্রাক্তন মোহনবাগানি প্রীতমের ভুলে ম্যাচের ৪ মিনিটে বাগানকে এগিয়ে দেন আর্মান্দো সাদিকু। একটা লং বল রিসিভ করে প্রীতমকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে গোলে রাখেন। এক গোলে এগিয়ে যাওয়ার পর আচমকা ব্যাকফুটে চলে যান দিমিত্রি, কাউকোরা‌। সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করে কেরল। খেলা ধরে নেয় হোম টিম। ম্যাচের ১৪ মিনিটে দাইসুকের শট বাঁচান বিশাল। পিছিয়ে পড়ার পর সংগঠিত ফুটবল খেলে কেরল। তবে বাগানের ত্রয়ীর রক্ষণ ভাঙতে পারেনি। ডিফেন্সে অনবদ্য আনোয়ার, ইউস্তে, শুভাশিস। নীচে নেমে রক্ষণকে সাহায্য করতে দেখা যায় আশিস, মনবীরকেও। বল পেতে বেশ কয়েকবার ডিপে নেমে খেলেন দিমিত্রিও। প্রথমার্ধে গোলের আর বিশেষ সুযোগ পায়নি সবুজ মেরুন। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান। 

দ্বিতীয়ার্ধ ঘটনাবহুল। বিরতির পর থেকেই আক্রমনাত্মক ফুটবল দু"দলেরই। ম্যাচের ৫০ মিনিটে কাউকোর শট সরাসরি তালুবন্দি করেন করণজিৎ।‌ ম্যাচের ৫৫ মিনিটে সমতা ফেরায় কেরল। রাহুলের পাস থেকে গোল করেন ভিবিন মোহানন। তার পাঁচ মিনিটের মাথায় ম্যাচের ৬০ মিনিটে আবার দলকে এগিয়ে দেন সাদিকু। দিমিত্রির ফ্রিকিক হেড করে নামিয়ে দেন মনবীর। চেস্টট্র্যাপ করে ডান পায়ের হাফ ভলিতে দুরন্ত গোল সাদিকুর। আইএসএলে নিজের সপ্তম গোল বাগানের স্ট্রাইকারের। তারপর মনবীরের সঙ্গে স্পেশাল সেলিব্রেশন। কিন্তু হাফ ছেড়ে বাঁচার আগেই আবার গোল হজম করে বাগান। ম্যাচের ৬৩ মিনিটে ২-২ করে কেরল। গোল করেন দিয়ামানটাকোস। আনোয়ার আলির ভুলে দ্বিতীয় গোল হজম করে বাগান। তবে এদিন দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বয়ে যায়। ম্যাচের ৬৯ মিনিটে আবার এগিয়ে যায় মোহনবাগান। দিমিত্রির ফ্রিকিক থেকে হেডে গোল দীপক টাংরির। গোলের পর অনবদ্য সেলিব্রেশন। দু"কানে হাত দিয়ে গ্যালারির শব্দকে অগ্রাহ্য করার ইঙ্গিত দেন টাংরি। 

ম্যাচের ৭৩ মিনিটে বক্সের মধ্যে সাদিকুকে ফেলে দেন সন্দীপ। নিশ্চিত পেনাল্টি। মনবীরের মাইনাসে পা ছোঁয়ালেই গোল। এই অবস্থায় পেছন থেকে সাদিকুকে ফাউল করেন কেরলের ডিফেন্ডার। কিন্তু পেনাল্টি দেয়নি রেফারি। ম্যাচের ৭৬ মিনিটে সাদিকুর পাস থেকে পেত্রাতোসের শট ক্রসপিসে লাগে। তার দু"মিনিট পর দিমিত্রির শট বাইরে যায়। ম্যাচের শেষ দশ মিনিটে গোল ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল সবুজ মেরুনের ফুটবলাররা। ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে লিস্টনের পা থেকে বল কাড়েন করণজিৎ। ফিরতি বল পান কামিন্স। অজি বিশ্বকাপারের গোলমুখী শট বাঁচান লেস্কোভিচ। তবে ব্যবধান বাড়ানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৯০+৬ মিনিটে ৪-২ করেন জেসন কামিন্স। লিস্টনের শট বাঁচান করণজিৎ। মনবীরের পা হয়ে বল পান অজি বিশ্বকাপার। একেবারে সঠিক জায়গায় ছিলেন। বাঁ পায়ের শটে গোলে রাখেন। আইএসএলে কামিন্সের নবম গোল। ম্যাচের অন্তিমলগ্নে কেরলের দিয়ামানটাকোসের গোল এক হামলা দুধে এক ফোঁটা চোনা। যা আবার লিগের মগডালে ওঠা থেকে বঞ্চিত করল হাবাসের দলকে। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

মাঠে নামতে আর বাধা নেই, কেরালার বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে পারে আনোয়ারকে...

তারকাদের ব্যর্থতার দিনে অশ্বিনের শতরানের রহস্য কী? ...

টেস্ট শুরুর আগে কুলদীপকে অপহরণ? দুই তারকা ক্রিকেটারের ভিডিও ভাইরাল...

গম্ভীর-জমানায় উপকৃত হবে ভারতীয় ক্রিকেট, গুরু গৌতমের পাশে দ্রাবিড়...

প্রাথমিক ধাক্কা সামলে অশ্বিনের শতরানে প্রত্যাবর্তন, চালকের আসনে ভারত...

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...



সোশ্যাল মিডিয়া



03 24